100
তরুণ প্রেমিক প্রেমিকা ববি এবং কারেন চাঁদের আলোয় ইউফোরিক স্টেট পাগলাগারদের পিছনে পায়চারি করছিলেন।
101
চাঁদের আলো ঝলমলে রাত্রে, ববি এবং কারেন ববির শেভ্রোলে শেভেল এসএস থেকে নেমে ভূতূড়ে পুরোনো পাগলাগারদটার পাশে এলেন।
102
পরিত্যক্ত পাগলা গারদের গম্বুজটার পিছনে পূর্ণিমার চাঁদ উঁকি মারছে।
103
যেখানে যাওয়া নিষিদ্ধ সেইখানেই ববি আর কারেন ঢুকে পড়লো।
104
কে জানে, কতো অত্যাচারিত আত্মা এই পথ দিয়ে গিয়েছে!
105
এই ভয়ানক পাগলাগারদটা এককালে নিদারুণ স্থাপত্যের নিদর্শন ছিল, যেটা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।
106
ববি কারেনের সাথে একটু প্রেমের পরিকল্পনা নিয়েই এসেছিল, কিন্তু এই হট্টগোলটা কোথা থেকে আসছে?
107
পাগলাগারদের পেটের ভিতরে সাঁ করে শুষে নিল!
108
কারেনকে একটা যান্ত্রিক সাঁড়াশিতে করে আটকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হল, জমা করে আটকে রাখা হল।
109
পিশাচ সাঁড়াশিগুলো এখন কারেনের গা থেকে জামাকাপড় খুলে নিচ্ছে।.
110
সাঁড়াশিগুলোর কাজ শেষ হল।
111
অসহায় কারেনের গায়ে জল আর সাবান ছিটিয়ে দেওয়া হল।
112
তারপরে স্পঞ্জ দিয়ে ঘষা হল।
113
সেলডমের কাছে একটা হেয়ার ড্রায়ার আছে যেটা অন্ধকার আর কী বিরক্তিকর বলে বোঝানো যাবে না।
114
কারেনকে আবার শুষে নিয়ে অন্যত্র পাঠানো হল।
115
এর মধ্যেই ঝেলেঝর নামক রোবটটা ববিকে ক্ষতিকর ডঃ ভ্রাগোভের মুখোমুখি এনে বসিয়ে দিয়েছে।
116
নগ্ন আর লজ্জিত অবস্থায় কারেনকে একটা স্বচ্ছ টি্উবের মধ্যে আটকে রাখা হয়েছে।
117
ববি তার সাথে যোগাযোগ করার একটা অসহায় চেষ্টা করলো, তারপরেই চোখ ধাঁধিয়ে দেওয়া সাদা আলোর ঝলকানি দেখা গেল।
118
কারেনের মাংসটা স্বচ্ছ সবুজ জিলেটিনের মত একটা পদার্থে পরিণত হল, এখন তার কঙ্কাল দৃশ্যমান। একটা নীল আলোর ঝলকানি।
119
কারেন এখন পুরো স্বচ্ছ একটা সবজেটে আঠালো জিনিস। একটা লাল আলোর ঝলকানি।
120
ববি ভয় পেয়ে দেখলো, কারেন একটা সবুজ কাদায় পরিণত হল, তাকে চটজলদি শুষে নেওয়া হল।
121
ববি হাতের কাছে যা পড়েছিল সেটা তুলে ডঃ ভ্রাগোভের দিকে তাক করলো।
122
“হয়তো আমি তাকে আবার ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। অথবা তাকে এই নর্দমায় ঢেলে ফেলেও দিতে পারি। আমার কোনটা করা উচিত বলে তোমার মনে হয়?”
123
“হয়তো আমি তাকে আবার ওই অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। অথবা তাকে এই নর্দমায় ঢেলে ফেলেও দিতে পারি। আমার কোনটা করা উচিত বলে তোমার মনে হয়?”
124
শহরের এক রাস্তায়, ববি তার শেভেলে বসে আছে, ভাবছে তার বান্ধবীকে উদ্ধারের আশায় সে কোনো অপরাধই না করে বসে।
200 — Promo
অন্ধকার নেমে এলো। বিওয়্যার দ্য অ্যাসাইলাম, খন্ড II.
201
হাতে শটগান নিয়ে ববি একটা চিনে ভেষজ ওষুধ দোকানের দিকে গেল।
202
ববি ভেষজ বিশেষজ্ঞ, তাঁর স্ত্রী আর কিছু আতঙ্কিত গ্রাহকের দিকে বন্দুক তাক করে রাখলো।
203
“”আমার এই ভেষজটা চাই।” “আমার কোনো ধারণাই নেই যে এটা কি…” বুম! “শুনেছেন আপনারা?”
204
এইরকম আগ্রাসী মনোভাব দেখে ভেষজ বিশেষজ্ঞ আত্মসমর্পণ করলেন।
205
ববি প্রায় মেরেই এনেছিল, কিন্তু চাইনাটাউনের নিজেদের রক্ষাকারী আছে।
206
ল্যাম আর চাউ মোটরবাইক নিয়ে ববিকে ধাওয়া করলেন, ল্যাম বন্দুকের খেলায় একেবারেই পিছু হঠার পাত্র নন।
207
খুব কাছে এসে, ল্যামের .45 ক্যালিবারের বুলেট প্রায় ববির গায়ে লেগেই যাচ্ছিল।
208
আরে নোংরা ফেলার ট্রাকটা দেখে চলো! ববি সাঁ করে ঘুরে গিয়ে কোনোক্রমে সেটার ধাক্কা থেকে বাঁচলো।
209
কিন্তু ল্যাম আর চাউ ট্রাকের ধাক্কা থেকে বাঁচতে পারলো না। তাঁদের আত্মা শান্তি পাক।
210
ববির শেভেলটা গিয়ে একটা খবরের কাগজের স্ট্যান্ডে ধাক্কা মারলো।
211
পুলিশের তাড়া থেকে বাঁচতে গিয়ে ববি তাড়াহুড়ো করে ভূগর্ভস্থ পথে ঢুকে যেতে 1975 সালের সাংবাদিকতার নিদর্শন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো।
212
ধেয়ে আসা পুলিশের হাত থেকে বাঁচতে ববি ঝটপট ঘোরানো দরজা ভেদ করে পালালো।
213
ভূগর্ভস্থ পথ দিয়ে একটা ট্রেনকে কাটিয়েই ববি কোনক্রমে বেরিয়ে গেল।
214
এবার পুলিশরা আর তার পিছু করতে পারবে না।
215
ভেষজ বিশেষজ্ঞের বাক্স- দূর্মূল্য বাক্স-ববির কাছে সেটা এখনও আছে।
216
তখনকার দিনে ভূগর্ভস্থ পথগুলো বন্য জায়গা ছিল, আর কিছু কৌতূহলী চরিত্রও ববিকে উত্সুক হয়ে দেখলো।
217
তার শেভেল খারাপ হয়ে গেছে, এবার ববিকে একজন সদয় ঠিকাদারের গাড়ীতে চেপেই পাগলা গারদে গিয়ে পৌঁছতে হবে।
218
বিনিময়ের প্রক্রিয়াটা ছিল এইরকম: দূর্মূল্য বাক্সটার বদলে বহুমূল্য টেস্ট টিউব।
219
কিন্তু ডঃ ভ্রাগোভ ববির সাথেও ছল করলেন। বেচারা ববি।
220
ডঃ ভ্রাগোভ বাক্সের জিনিসপত্র নিয়ে এমন কিছু একটা বানালেন, যেটাকে তিনি একটা রেডিও-নিয়ন্ত্রিত B-29-র সাথে পাইপ দিয়ে যুক্ত করলেন।
221
ডঃ ভ্রাগোভের মডেল এয়ারপ্লেটনা প্লিজ্যান্ট ভ্যালি হাই স্কুলের উপর দিয়ে উড়ে গেলো।
222
এয়ারপ্লেনটা নিষ্পাপ শিক্ষার্থীদের উপরে একটা রাসায়নিক পদার্থ ছড়াতে ছড়াতে চলে গেল।
223
একঘেয়ে ইংরেজী ক্লাসের মধ্যে, ব্রেন্ডা খুব…সুস্বাদু কিছুর একটা গন্ধ পেল।
224
শরীর শিক্ষার ক্লাসে, ন্যান্সির মনোযোগ…ছলনাপূর্ণ কিছু একটা দেখে বিক্ষিপ্ত হয়ে গেল। বলটা দেখে, ন্যান্সি!
225
চিয়ারলীডার পামেলা বাতাসে…কিরকম একটা নেশাধরানো ঘ্রাণ পেয়ে এতোই মত্ত হয়ে উঠলো যে তার বইগুলো ফেলে দিল।
226
সান্দ্রা এখন যা দেখতে পাচ্ছে তার সাথে তুলনা করলে স্কুলের দুপুরের খাবারের আকর্ষণটাই চলে যাবে।
300
টিউবটার মধ্যে রহস্যময় আর মেয়েলি কিছু একটা গড়ে উঠছে। বিওয়্যার দ্য অ্যাসাইলাম, খন্ড III।
301
ব্রেন্ডা পাগলা গারদের অশুভ আকাশের নীচে একা একা সাইকেল চালাচ্ছিল।
302
বিলির কলাকৌশল করা ভ্যানে চেপে বিলি আর ন্যান্সি দুজনেই পাগলা গারদের দিকে চললো।
303
মাইক আর পামেলা একটা মোটরসাইকেলে চেপে পাগলা গারদের দিকে চললো। দারুণ বাইক, মাইক! সান্দ্রা আর চার্লিকে চার্লির 1972 ডজ চার্জারের মতই সুন্দর দেখাচ্ছিল।
304
একটা ফাঁকা চাতালের মধ্যে নামার পরেই, বিলিকে একটা ডেথ রে এসে শূন্যে তুলে নিল, আর ন্যান্সিকে কে যেন পাগলা গারদের পেটের মধ্যে শুষে নিল।
305
ঝেলেঝর মাইককে শক্ত করে ধরেছে, অন্যদিকে পামেলা যথাসাধ্য চেষ্টা করে চলেছে যাতে তাকে শুষে নেওয়া না হয়।
306
“এই ঘরটা এতো পরিষ্কার কেন?” পামেলা নিজের মনে ভাবতে লাগলো, লক্ষ্যই করলো না যে তার পিছনে তার বয়ফ্রেন্ড চার্লির গলা টিপে ধরা হয়েছে।
307
মেশিনগুলো বেচারি সান্দ্রাকে শক্ত করে ধরে তার জামাকাপড় খুলতে লাগলো।
308
লাল-চোখো ঝেলেঝর পাগলা গারদের চাতালের মধ্যে ব্রেন্ডাকে খুঁজে বেড়াচ্ছে।
309
ব্রেন্ডা এমন একটা চাতালে ঢুকে পড়লো যেখানে ঢোকা ঝেলেঝরের পক্ষে কঠিনই হবে কারণ জায়গাটা অত্যন্ত সঙ্কীর্ণ, কিন্তু এই আলোটা কিসের?
310
এটা স্পটলাইট ব্রেন্ডা। তুমি এখন মঞ্চে উঠে পড়েছো, আর এবার তোমার অভিনয়ের পালা শুরু হবে।
311
যান্ত্রিক সাঁড়াশিগুলো মেয়েগুলোর উপর নিজেদের কাজ সারতে লাগলো।
312
ন্যান্সি, পামেলা আর সান্দ্রাকে জবরদস্তি করে ধোয়ানো হল।
313
ধোয়ানো আর শহীদ হওয়ার পরে ব্রেন্ডা দাঁড়িয়ে রইলো।
314
পাগলাগারদে জালের মত ছড়িয়ে থাকা বায়বী টিউবগুলোর মধ্যে পামেলাকে চাবকানো হতে লাগলো।
315
ন্যান্সি, পামেলা, সান্দ্রা আর ব্রেন্ডা সবাই মেয়ে থেকে একটা আঠালো চ্যাটচ্যাটে পদার্থে পরিণত হল।
316
প্লিজ্যান্ট উপত্যকার লোকজনদের বাচ্চা একের পর এক উধাও হয়ে যাচ্ছে, পুলিশের কাছে কোনো সদুত্তর নেই।
317
ডঃ ভ্রাগোভ কাজে যান আর মেয়েদের থেকে তৈরী হওয়া সবুজ চ্যাটচেটে পদার্থ থেকে একটা রহস্যময় আঠালো পদার্থ তৈরী করেন।
318
পাগলা গারদের বাইরে একটা মোটরসাইকেলে বসা পুলিশ পরিত্যক্ত ভ্যানের লাইসেন্স প্লেটে একটা বিশেষ কিছু লক্ষ্য করলেন।
319
একটা পুলিশ SWAT দল সাহস জোগাড় করে পাগলা গারদের মধ্যে নিজেদের কাজে নেমে পড়লেন।
320
কিন্তু পাগলা গারদটা তো পুরো পরিষ্কার। কিচ্ছুই খুঁজে পাওয়া গেল না, তবে একটা জঞ্জাল গোছের কিছু পাওয়া গেল যেটা এককালে হয়তো কোনো মেয়ের জামা ছিল।
321
লন্ডনের এক নামীদামী ক্লাবে, ডঃ ভ্রাগোভ এবং তাঁর কয়েকজন ধনবান ব্যবসা সহযোগীরা সাদা আঠালো পদার্থটার জন্য নগদ টাকায় লেনদেন সারলেন।
322
বিলাসবহুল এক বাথরুমে, একজন মাঝবয়সী মহিলা সাদা আঠালো পদার্থটার খানিকটা নিজের গায়ে লাগালেন।
323
সাদা পদার্থটা পুরো মিশে গেল, আর মাঝবয়সী মহিলা পুরো ফেনায় ঢাকা পড়ে গেলেন।
324
এই কয়েক মুহূর্ত আগেই যেখানে একজন মাঝবয়সী ভদ্রমহিলা ছিলেন, এখন সেখানে এক দারুণ সুন্দরী কমবয়সী মহিলা রয়েছেন।
325
দারুণ সুন্দর এক টাসকান ভিলার বাইরে বসে মনোরম এক সকালে জঃ ভ্রাগোভ জমিয়ে প্রাতঃরাশ সারছিলেন।
326
ডঃ ভ্রাগোভ কফিতে চুমুক দিতে দিতে নীচে ফ্লোরেন্স শহরের দৃশ্য উপভোগ করতে লাগলেন।
327
ডঃ ভ্রাগোভ একটা সবুজ তরলের ফ্লাস বের করে সেটা তাঁর একতলার পরীক্ষাগারে নিয়ে গেলেন, আর সেটা নিয়ে বিভিন্ন রকম রাসায়নিক পরীক্ষানিরীক্ষা করতে লাগলেন।
328
ডঃ ভ্রাগোভ রহস্যজনক টিউবের মধ্যে প্রক্রিয়াকরণ করা তরলটা ঢেলে দিলেন।
329
টিউবের মধ্যে প্রথমে খানিকটা ফেনা দেখা গেল, তারপরে মহিলার শরীরের মত কিছু একটা আকার নিল।
330
একজন নগ্ন ক্যাটগার্ল, যাকে অনেকটা কারেনের মত দেখতে, টিউব থেকে বেরিয়ে পা রাখলো।
331
ডঃ ভ্রাগোভ তাঁর নতুন ক্যাটগার্লকে ডেকে তাকে খানিকটা দুধ দিলেন। তার নিশ্চয়ই ক্ষিদে পেয়ে গেছে।
332
ক্যাটগার্লের জন্য একটু ছোট্ট করে তার ভক্তদের পরিষেবা।
333
ডঃ ভ্রাগোভের ক্যাটগার্ল তাঁর কোলে গিয়ে বসলো। আমি তো তার শ্বাস নেওয়ার ঘড় ঘড় শব্দটুকুও শুনতে পাচ্ছিলাম।
এই আর্কাইভে বিওয়্যার দ্য অ্যাসাইলাম নামক ইয়াগো ফস্টাসের (“ফস্টাস,” একটি ছদ্মনাম) লেখা ও কমিশনকৃত এবং রাফায়েল সুজার্টের (“সুজার্টে”) চিত্রাঙ্কিত একটি ওয়েবকমিক রয়েছে, সাথে ফস্টাসের লেখা পৃষ্ঠার শিরোনামের একটি গোছা এবং বিভিন্ন ভাষায় সেটির অনুবাদও দেওয়া রয়েছে।
এই আর্কাইভের ছবি ও শিরোনামগুলো একটি অ্যাট্রিবিউশন-ননকমার্শিয়াল-শেয়ারঅ্যালাইক 4.0 আন্তর্জাতিক লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়েছে, যেটি found at https://creativecommons.org/licenses/by-nc-sa/4.0/-এ পাওয়া যাবে। ফস্টাস এবং সুজার্টকে যোগ্য কৃতিত্ব দিয়ে আপনি যেরকম খুশি সেভাবে আর্কাইভটি নকল করে ছড়াতে পারেন, কিন্তু কোনোভাবেই এতে থাকা শিল্প, গল্প, চরিত্র বা পরিস্থিতি নিয়ে টাকা কামানোর চেষ্টা করবেন না। মনে রাখবেন, এই লাইসেন্সের অধীনে সৃষ্টিকর্তার নৈতিক অধিকারগুলি যথাযথ থাকবে।
ফস্টাস হলেন এইগুলির ছবি, শিরোনাম ও অনুবাদের মালিক, এবং তিনি তাঁর বিবেচনায় ক্রিয়েটিভ কমন লাইসেন্স মকুব করার মঞ্জুরি দিতে পারেন। ফস্টাসের সাথে তাঁর প্রধান ওয়েবসাইট https://eroticmadscience.com-এর মাধ্যমে, faustus@eroticmadscience.com এবং iago.faustus@gmail.com ইমেল ঠিকানায় বা ফোন করে+1-347-460-3299 নম্বরে যোগাযোগ করা যাবে।
সুজার্টে https://suzarte1.portfoliobox.net/-এ একটি পেশাদারী ওয়েবসাইট রেখেছেন এবং তাঁর সাথে এই ওয়েবসাইট মারফত্ যোগাযোগ করা যেতে পারে।